BY- Aajtak Bangla
15 January 2025
ইদানীং অনেকেই কিডনির সমস্যায় ভুগছেন। এমনকী, অল্পবয়সীদের মধ্যেও কিডনির সমস্যা বাড়ছে।
খাওয়াদাওয়ায় অনিয়মের কারণেই কিডনিতে পাথর জমতে পারে। তাছাড়া নানা সংক্রমণও হতে পারে।
পুষ্টিবিদদের মতে, এই ৫ ফল কিডনির জন্য বিপজ্জনক। খেলে কিডনিতে স্টোন তৈরি হতে পারে।
পুষ্টিবিদদের মতে, কিডনির সমস্যা থাকলে কখনওই কলা খাবেন না। ।
যাঁরা কিডনির সমস্যায় ভুগছেন, তাঁরা ভুলেও আম খাবেন না। . .
কিডনির রোগীদের সবেদা খাওয়া উচিত না। . .
পুষ্টিবিদদের মতে, কিডনির সমস্যা থাকলে লিচু খাবেন না। . .
কিডনির সমস্যা থাকলে লেবুজাতীয় ফলও খাওয়া যাবে না।