04 FEBRUARY 2025

BY- Aajtak Bangla

শ্বশুরবাড়ি- বাপের বাড়ি কাছাকাছি হয়, হাতে এই রেখা থাকা মেয়েরাই পায় বিশেষ সুবিধা

প্রত্যেকের হাতের রেখায় ভাগ্য লেখা থাকে। এই রেখা বলে ভবিষ্যতেক অনেক কথা বলে দেয়।

হাতের আকৃতি, তালুর রেখা, ইত্যাদির মাধ্যমেই জানতে পারা যায় কার কী ভবিষ্যত হতে পারে।

এমনকি হাতের রেখা দেখে বলা যায়, কাদের বাড়ির কাছে বিয়ে হয়। আয়ুরেখার নীচের কাটা রেখাগুলি বলে দেয় বিবাহ সংক্রান্ত নানান তথ্য ৷ 

জীবন রেখার ওপরেই এই রেখাগুলি থাকে ৷ যা ব্যক্তির বিয়ে দূরের কোনও জায়গায় হতে পারে এমন সম্ভাবনা বলতে পারে।

হাতের রেখা যদি প্রসারিত হয় তাতে বলা যায় বাড়ির কাছাকাছি বিয়ে হবে, এমনকী জীবিকাও বাড়ির কাছাকাছিই।

যদি হাতের সেই লাইন ও হেডলাইন আলাদা হয় সেক্ষেত্রে তারা স্বাবলম্বী হয়ে থাকেন ৷ তাঁরা স্বাধীন ভাবে কাজ করতে পছন্দ করেন ৷ নিজের কাজে কারওর নাক গলানো বা হস্তক্ষেপ করেন না ৷ 

যদি রাশিফলের সপ্তম ঘরে মেষ, কর্কট, তুলা এবং মকর থাকে তবে বিবাহ জন্মস্থান থেকে ২০০ কিলোমিটারের মধ্যে হয়। এমনটা অনেকের সঙ্গে হয়েছে। 

যারা দ্বৈত প্রকৃতির মানুষ মিথুন, কন্যা, ধনু বা মীন হয় তবে বিবাহ বাড়ি থেকে ৮০ থেকে ১০০ কিলোমিটার দূরত্বে হয়। যদি বিবাহের স্থান অর্থাৎ সপ্তমেশ বলা হয় সপ্তম ঘরের অধিপতি আপনার জন্মকুণ্ডলীর সপ্তম ঘর এবং দ্বাদশ ঘরের মধ্যে থাকে, তাহলে বিবাহ বিদেশে হতে পারে। 

মেয়েদের রাশিফলের দশম ঘরটি তার স্বামীর ঘর। যদি দশম ঘর শুভ গ্রহ দ্বারা যুক্ত বা অভিমুখী হয় বা দশম অধিপতি দ্বারা সংযুক্ত বা অভিমুখ হয়, তবে স্বামীর নিজস্ব গৃহ আছে।