BY- Aajtak Bangla

রান্নার এই মশলা মাথায় ঠেকিয়ে ছুড়লেই হাতে টাকা আসবে, আজীবন সুখ

11  January 2025

জীবন ভালভাবে কাটানোর জন্য টাকার প্রয়োজন। টাকার অভাবে অনেকেই সমস্যায় পড়েন। 

আবার অনেকে প্রচুর রোজগার করলেও সঞ্চয় করতে পারেন না। ফলে হাতে টাকা থাকে না।

এই টোটকা মেনে চললেই ঘরে টাকা আসবে। কখনও অর্থাভাব হবে না।

রান্নায় আমরা গোলমরিচ দিই। জ্যোতিষ মতে, গোলমরিচ যে কারও ভাগ্য বদলাতে পারে।

রোজ ৫টি গোলমরিচের দানা মাথায় ঠেকিয়ে ৪টি উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে ছুড়তে হবে। . .

পঞ্চম দানাটি আকাশের দিকে ছুড়তে হবে। . .

এই টোটকা করলে আর্থিক সমস্যা দূর হবে। বাড়বে সম্রদের পরিমাণ।