BY- Aajtak Bangla
25 January 2025
মহিলাদের স্বভাব জানার জন্য কী কী বিষয় বিবেচনা করা দরকার, তা নিয়ে উল্লেখ করা রয়েছে সমুদ্রশাস্ত্রে।
সমাজে বিভিন্ন ধরনের মহিলা থাকেন। প্রত্যেক মহিলার স্বভাব, চরিত্র আলাদা হয়।
কী করে বুঝবেন কোন মহিলা কেমন স্বভাবের, তাঁদের চরিত্র কেমন?
সমুদ্রশাস্ত্র মতে, পুংশ্চলী স্বভাবের মহিলাদের বিন্দুমাত্র লজ্জা থাকে না। ।
এই মহিলারা পরিবারের মাথাব্যথার কারণ হন। এঁদের জন্য বিপাকে পড়তে হয় পরিবারের সদস্যদের। . .
এই ধরনের মহিলারা নিজেদের স্বামীর তুলনায় পরপুরুষের প্রতি বেশি আকৃষ্ট হন। . .
এই মহিলারা সবসময় তীক্ষ্ণ ভাষায় কথা বলেন। . .
এই স্বভাবের মহিলারা সবসময় অন্যের সঙ্গে ঝগড়া করেন।
এমন স্বভাবের মহিলাদের হাতে ২টি শঙ্খ রেখা ও নাকে তিল থাকে।