18 May, 2025

BY- Aajtak Bangla

বুড়ো হলেও প্রেম চায় এই পুরুষরা, চিনে রাখুন!

বিষয়ভোগে আসক্ত – চাণক্য বলেছিলেন, যারা ইন্দ্রিয়সুখে আসক্ত, তারা বয়স যাই হোক না কেন, সবসময় প্রেম বা রোমান্সের খোঁজে থাকেন।

আত্মকেন্দ্রিক স্বভাবের – যারা সবসময় নিজের চাহিদা ও খুশিকে প্রাধান্য দেন, তারা বার্ধক্যেও প্রেমের সুযোগ খোঁজেন।

অতিরিক্ত প্রশংসাপ্রিয় – চাণক্যের মতে, যারা সর্বদা প্রশংসা বা গুরুত্ব পেতে চায়, তারা প্রেমের সম্পর্কে জড়াতে চায় নিজের অহং তুষ্টির জন্য।

অবসরে থাকা পুরুষ – কাজ বা দায়িত্ব কমে গেলে মন অন্যদিকে আকৃষ্ট হয়, তখন অনেকেই প্রেমে পড়তে আগ্রহী হন।

সঙ্গের অভাবে একাকী – বার্ধক্যে একাকীত্ব অনেক সময় পুরুষদের নতুন সম্পর্কের দিকে ঠেলে দেয়।

অনেক পুরুষ চান, তাঁদের যৌবনের অনুভূতিগুলো বারবার ফিরে আসুক, সেই কারণে প্রেমে পড়ার প্রবণতা থাকে।

এমন পুরুষ যারা মানসিক বা বৌদ্ধিকভাবে সংযুক্ত হতে চান, তারাও প্রেমে পড়ে যান বয়সের তোয়াক্কা না করে।

চাণক্য উল্লেখ করেন, কিছু পুরুষের অজানার প্রতি টান থাকে, যা প্রেমের আকর্ষণ তৈরি করে।

লোভী ও মিথ্যুক- এই ধরনের পুরুষের এক নারীতে মন টেকে না। তাঁদের মাথার মধ্যে থাকে লালসা। মিথ্যা বলে তাঁরা মেয়েদের সঙ্গে বন্ধুত্ব পাতায়।