30 April 2025
BY- Aajtak Bangla
শিবের কৃপা থাকলে ভাগ্য খুব তাড়াতাড়ি বদলে যায়। শিব তার ভক্তদের দিকে মুখ তুলে তাকান খুব তাড়াতাড়ি।
শিব খুব অল্পতেই সন্তুষ্ট হন। সেজন্য শিবের কৃপা কারও উপর থাকলে তার কপাল ভালো হয়।
বিশেষ কিছু তারিখ আছে, সেই দিনগুলোতে যে ছেলে-মেয়েরা জন্মায় তাদের উপর শিবের কৃপা বর্ষিত হয়।
যে সব ছেলে-মেয়েদের জন্ম ২, ১১, ২০ ও ২৯ তারিখে তাদের উপর শিবের কৃপা থাকে।
সে ছেলে হোক বা মেয়ে। শিব এই সব তারিখগুলোতে জন্মানো ছেলে-মেয়েদের উপর প্রসন্ন হন। ।
বিষ্ণুর কৃপা থাকে সেই সব জাতকদের উপর যাদের জন্ম হয় ৩, ১২, ২১ ও ৩০ তারিখে।
গণেশের কৃপা থাকে ৪, ১৩, ২২ ও ৩১ তারিখে জন্মানো মানুষদের উপর।
রামের কৃপা থাকে ৫, ১৪, ২৩ তারিখে জন্মানো মানুষদের উপর।
লক্ষ্মীর কৃপা থাকে ৬, ১৫, ২৪ তারিখে জন্মানো মানুষদের উপর। এদের অর্থভাগ্য খুব ভালো হয়।