5 October, 2023
BY- Aajtak Bangla
স্নেক প্ল্যান্ট এই গাছ আপনি নিজের বাড়িতে খুব সহজেই রাখতে পারেন কারণ এই গাছে নিয়মিত জল দেওয়ার দরকার হয় না।
এরিকা পাম এই গাছ রাতে অক্সিজেন প্রদান করে থাকে। এই গাছ ঘরে লাগালে রাতে ঘুম ভালো হয়।
মানি প্ল্যান্ট অনেকে মানি প্ল্যান্ট ঘর সাজানোর জন্য রেখে দেন। কিন্তু ঘর সাজানোর সঙ্গে এই গাছ রাতে অক্সিজেন প্রদান করে।
অ্যালোভেরা এই গাছ অক্সিজেন প্রদান করার সঙ্গে বাতাসও শুদ্ধ করে।
পিস লিলি পিস লিলি বাতাসের থেকে দূষণ দূর করে ও রাতে অক্সিজেন প্রদান করে।
স্পাইডার প্লান্ট এই গাছটিও রাতে আমাদের অক্সিজেন প্রদান করে থাকে।
তুলসী গাছ আমাদের সবার বাড়িতেই এই গাছ থাকে। এই গাছ আমরা পুজো করে থাকি। এই গাছ আমাদের স্বাস্থ্য উন্নতি করে এবং রাতে অক্সিজেন প্রদান করে।
জারবেরা গাছ জারবেরা গাছ রাতে আমাদের অক্সিজেন প্রদান করে থাকে। যাদের ঘুম ও শ্বাসকষ্ট আছে তাঁরা এই গাছ বাড়িতে লাগাতে পারেন।
ক্রিসমাস ক্যাকটাস ক্রিসমাস ক্যাকটাস একটি খুব ভালো এয়ার পিউরিফায়ার। এই গাছ রাতে আমাদের অক্সিজেন দেয়।