27 February, 2025

BY- Aajtak Bangla

মুখই আয়না, শরীরে কোন সমস্যা হচ্ছে বলে দেয় এসব লক্ষণই  

মুখেই ফুটে ওঠে অভিব্যক্তি। হতাশা, ক্রোধ, হাসির মাধ্যমে তা বেরোয়। তেমনই মুখ দেখলেই রোগ ধরা যায়। 

মুখ হচ্ছে শরীরের আয়না। সেই আয়নায় দেখা যায়, শরীরে কী কী রোগ হয়েছে?

ডার্ক সার্কেল- খুব বেশি মোবাইল, ল্যাপটপ ঘাঁটলে চোখে ডার্ক সার্কেল দেখা দেয়। রাতে ঘুম না হলেও হয়। 

কিডনি খারাপ হতে শুরু করলেও চোখে দেখা দেয় ডার্ক সার্কেল। তাই ডাক্তার দেখান।  

ব্রণ-গালে ক্রমাগত ব্রণ তৈরি এবং কমতে না থাকে। এর অর্থ পেট পরিষ্কার নেই। হজমের সমস্যা হচ্ছে।  

ফুসফসে সংক্রমণ হলে গালের নিচের দিকে ব্রণ হতে থাকে। বুঝবেন ফুসফুসে কোনও সমস্যা আছে। 

হোয়াইট হেড- হরমোনের ভারসাম্যহীনতার কারণে চিবুকে ব্রণের সমস্যা হয়ে থাকে। চিবুকের সাদা ব্রণ হলে স্ত্রীরোগের ইঙ্গিত। 

ঠোঁটে ব্রণ- ঠোঁটের ত্বক অত্যন্ত সংবেদনশীল। এই ব্রণ বিপজ্জনক। হার্ট বিকল হওয়ার ইঙ্গিত দেয়। 

ভ্রুতে ফোলা- ভ্রুর চারপাশে ফোলাভাব, চুলকানি বা অন্য কোনও সমস্যা থাকলে লিভারের সমস্যা।

কপালে ব্রণ- কপালে ব্রণ অন্ত্রের সংক্রমণের লক্ষণ। পেট সংক্রান্ত সমস্যা থাকলে ব্রণও হতে পারে। হাইড্রেটেড রাখুন নিজেকে।