BY- Aajtak Bangla

ইউরিক অ্যাসিড গোপনে বাড়ছে? এই ৫ লক্ষণ দেখলেই সাবধান 

3 January 2025

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই ইউরিক অ্যাসিডে আক্রান্ত হন।

 ইউরিক অ্য়াসিড বৃদ্ধির উপসর্গ নিয়ে অনেকেই জানেন না।

এই রোগে কেউ আক্রান্ত হয়েছেন কি না, তা অনেকেই বুঝতে পারেন না।

কীভাবে বুঝবেন, আপনি ইউরিক অ্য়াসিডে আক্রান্ত, জেনে নিন এসব লক্ষণ দেখে... .

প্রস্রাবের সময় জ্বালা ভাব থাকলে বুঝবেন ইউরিক অ্যাসিডের সমস্যা হয়েছে। প্রস্রাব দুর্গন্ধও হতে পারে। 

শরীরে ইউরিক অ্য়াসিডের মাত্রা বাড়লে পিঠের নীচের দিকে, তলপেটে ব্যথা হতে পারে।

বার বার প্রস্রাব পাওয়ার সমস্যা হলে বুঝবেন শরীরে ইউরিক অ্যাসিড বেড়েছে।  

শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে প্রস্রাবের সঙ্গে রক্তপাত হতে পারে।

ইউরিক অ্যাসিড বাড়লে ত্বকের নীচে পিন্ড দেখা যায়।