BY- Aajtak Bangla
30 Noember 2024
কোলেস্টেরল একটা মাথাব্যথাই বটে। কোলেস্টেরল বাড়লে শরীর বিগড়োবেই।
ইদানীং অনেক কম বয়সীদেরও শরীরে কোলেস্টেরল থাবা বসাচ্ছে।
মূলত অনিয়মের কারণেই শরীরে বাড়তি কোলেস্টরল বাসা বাঁধে।
কোলেস্টরল বেড়ে গেলে শরীরে এই লক্ষণগুলি দেখা যায়, জেনে নিন...
শরীরে কোলেস্টেরল বাড়লে বুকে ব্যথা হতে পারে।
কোলেস্টেরল বাড়লে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।
কোলেস্টেরল বেড়ে গেলে পায়ে ক্র্যাম্প ধরতে পারে।
চোখের আশপাশে ছোট ফুসকুড়ির মতো থাকলে বুঝবেন কোলেস্টরল বেড়েছে।