12 Sept, 2024
BY- Aajtak Bangla
কেউ কিছু দিলে বা রাস্তায় কুড়িয়ে পেলে তা বাড়ি নিয়ে আসার প্রবণতা থাকে আমাদের। তবে সব জিনিস বাড়িতে আনতে নেই।
এমন ৫ জিনিস আছে যেগুলো ভুলেও বাড়িতে আনতে নেই। তাহলে ভিখিরি হয়ে যাবেন।
এই তালিকার প্রথমেই আছে লোহার কোনও জিনিস। বিনা পয়সায় পেলেও লোহার জিনিস কখনও আনবেন না।
লোহার সঙ্গে শনিদেবের সম্পর্ক থাকে। তাই লোহা ঘরে আনলে শনিদেব রুষ্ট হয়ে পড়েন।
কখনও প্রতিবেশীর বাড়ি থেকে তেল আনা বা বিনে পয়সায় দোকান থেকে তেল কেনা উচিত না। তাহলে ভাগ্য খারাপ হতে শুরু করবে।
সূঁচও কোনও কারণ ছাড়া বাড়িতে আনা বা বিনে পয়সায় নিয়ে আসা খুব বিপজ্জনক।
সূঁচ বাড়িতে আনলে পারস্পরিক কলহ তৈরি হল। পারিবারিক বিবাদ বাধে।
নুন এই তালিকার অন্যতম। ধার করেও কারও থেকে নুন খেতে নেই। তাহলে জীবন বরবাদ হতে সময় লাগবে না।
রুমাল কুড়িয়ে পাওয়া খুব বিপজ্জনক। নিজের রুমাল হারানোও উচিত নয়। এতে জীবনে অমঙ্গল আসে। ধার দেনা হয়ে যায়।