BY- Aajtak Bangla

প্রতিদিনের এই ৩ খাবারে তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় মানুষ 

8 March 2025

সব খাবার শরীরের জন্য উপকারী এমনটা আদৌ নয়। সেজন্য খাবার নির্বাচন সঠিক হওয়া জরুরি। 

এমন কতগুলো খাবার আছে যেগুলো খেলে যৌবনের তেজ স্তিমিত হয়ে যায়। অকাল বার্ধক্য নেমে আসে। 

সেই খাবারগুলোর মধ্যে অন্যতম হল প্যাকেটজাত খাবার। বাজারে প্যাকেটজাত যে মাছ-মাংস, চিপস ইত্যাদি পাওয়া যায় সেগুলো এড়িয়ে চলা উচিত।

চিজ অকাল বার্ধক্য এনে দেয়। চিজ খেলে মেয়েদের শরীর থেকে এক ধরনের হরমোন নি:সৃত হয় যা ইচ্ছে কমিয়ে দেয়। 

কফিও এর মধ্যে অন্য়তম। কফির অনেক উপকারিতে আছে সেটা ঠিক। তবে ক্ষতিকর দিকও আছে। . .

বেশি পরিমানে কফি খেলে স্ট্রেস হরমোনের ক্ষরণ বাড়ে। এতে শরীরে ঝিমুনি ভাব আসতে পারে।  . .

অধিক পরিমানে অ্যালকোহল পানও খুব ক্ষতিকর। ছেলে ও মেয়ে উভয়ই বেশি পরিমানে অ্যালকোহল পান করলে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়।    . .

কোনও কোনও গবেষণায় দেখা গেছে, কর্নফ্লেক্স জাতীয় খাবার খেলে যৌবনের তেজ কমে যায়। 

এই তালিকার অন্যতম হল সয়াবিন। সয়াবিনের থাকা একটি উপাদান আমাদের শরীরে হরমোনের এমব্যালেন্স তৈরি করে দেয়।