BY- Aajtak Bangla
2 APRIL, 2025
আমরা অনেকেই ঘরে নানা ধরনের গাছ রাখতে ভালবাসি। এতে ঘরের শোভাও বাড়ে।
বাস্তু মতে, ঘরে গাছ রাখা শুভ। তবে বিশেষ করে এই ৩ গাছ ঘরে রাখলে স্বয়ং মা লক্ষ্মী আসেন।
আমাদের প্রায় সকলের বাড়িতেই তুলসী গাছ থাকে। এই গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।
জ্যোতিষ মতে, ঘরের দরজার সামনে তুলসী গাছ রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
ঘরের দরজায় তুলসী গাছ রাখলে বাস্তুদোষ কেটে যায়।
ঘরের মূল দরজায় মানি প্ল্যান্ট রাখলে মা লক্ষ্মীর পাশাপাশি তুষ্ট হন কুবেরও। এতে ধনলাভ হয়
মানি প্ল্যান্ট ঘরে রাখার সময় খেয়াল রাখবেন গাছের ডাল যেন মাটিতে না থাকে।
ঘরে রাখুন শমী গাছ। মনে করা হয়। এই গাছ ভগবান শিবের খুব প্রিয়।
ঘরে শমী গাছ রাখলে সুখ-সমৃদ্ধি বাড়ে।