BY- Aajtak Bangla

এসব মেয়েরা খুব বেশি খান, ছেলেরাও লজ্জা পান, বুঝুন লক্ষণ দেখে

7 FEB 2025

সমাজে পুরুষ ও মহিলার সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলে। পণ্ডিত চাণক্য মহিলাদের চরিত্র, স্বভাব নিয়ে নানা কথা লিখেছেন।

চাণক্যের মতে, মহিলারা কিছু কিছু ক্ষেত্রে পুরুষদের থেকে অনেক এগিয়ে।

কোনও কোনও মহিলার এমন কিছু গুণ রয়েছে, যা পুরুষদের থেকেও তাঁদের এগিয়ে রাখে।

চাণক্যের মতে, যেসব মহিলা দৃঢ় স্বভাবের হন, তাঁরা খুব সাহসী। ছেলেদের থেকে বিপদ মোকাবিলায় ওই মেয়েরা এগিয়ে থাকেন।

চাণক্যের মতে, পুরুষদের থেকে মহিলারা বেশি ক্ষিদে অনুভব করেন। সেই কারণে মহিলাদের এনার্জি বেশি হয় পুরুষদের থেকে।

যেসব মহিলা বেশি কাজ করেন এবং কঠোর পরিশ্রম করেন, তাঁদের ক্ষিদে বেশি হয়।

যেসব মহিলার ক্ষিদে বেশি থাকে, তাঁরা খুব অ্যাক্টিভ হন সব ক্ষেত্রে।  

ক্ষিদে বেশি থাকায় ওই মহিলাদের কর্মক্ষমতা পুরুষদের থেকে অনেক বেশি হয়।