BY- Aajtak Bangla
22 FEB 2025
পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কের রসায়ন বরাবরই চর্চিত বিষয়।
সাধারণত দেখা যায়, মহিলাদের তুলনায় পুরুষদের আকাঙ্খা বেশি থাকে। ছেলেদের আকাঙ্খাও বেশি হয়।
তবে অনেক মহিলার কামনা এবং আকাঙ্খা ছেলেদের থেকেও বেশি হয়। কেন বলুন তো...
শারীরিক মিলন খুবই স্বাভাবিক বিষয়। মনোবিদদের মতে, অনেক মহিলাই তাঁদের স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে খুশি হন না। ।
তাই ওই সব ক্ষেত্রে মহিলাদের কাম-বাসনা বেশি থাকে। আকাঙ্খাও বেশি হয়। . .
অনেক ক্ষেত্রে মহিলারা গৃহবধূ হন। সারাদিন ঘরেই থাকেন। ছেলেরা কাজে বেরোন। কাজ শেষে বাড়ি ফিরে ক্লান্তি বোধ করেন। সাধারণত গৃহবধূদের আকাঙ্খা বেশি থাকে। . .
অনেক মহিলাই শারীরিক সম্পর্ককে মজা হিসাবে দেখেন। তাঁরা ভাল সময় কাটাতে চান। এই সব মহিলাদের আকাঙ্খা-ইচ্ছে বেশি থাকে। . .
ভালোবাসার নেশায় দুটি শরীর কাছাকাছি এলে শরীর থেকে অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয়। একে লাভ হরমোনও বলা হয়। তাই সঙ্গীর সঙ্গে ভালবাসা মজবুত করতে অনেক মহিলাই আগে ইচ্ছাপ্রকাশ করেন।
অনেক মহিলাই আজকাল ফিটনেস ফ্রিক। শারীরিক মিলনে ক্যালোরি বার্ন হয়। তাই অনেক মহিলাই বেশি ইচ্ছে প্রকাশ করেন।