BY- Aajtak Bangla
17th July, 2024
প্রতিটি মানুষেরই রক্তদান করা উচিত। সাধারণভাবে, একজনের দেহ থেকে একবারে এক ইউনিট রক্ত নেওয়া হয়।
এর ফলে দাতার কোনও ক্ষতিও হয় না। তবে, ইচ্ছে থাকলেও যে কেউ রক্ত দিতে পারবেন, তা নয়। তাহলে জেনে নিন কারা রক্ত দিতে পারবেন না।
দাতার যদি কোনও রক্তদ্বারা বাহিত অসুখ থাকে তাহলে তিনি রক্তদান করতে পারবেন না।
এছাড়া, এইডস, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, ক্যানসার, এপিলেপ্সি, কিডনির অসুখ থাকলেও রক্তদান করা যায় না।
আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা যদি ১২.৫-এর নীচে হয়, তা হলে রক্ত দেওয়া যাবে না।
১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হলে তবেই তিনি রক্ত দিতে পারবেন। কমপক্ষে ৪৫ কেজি ওজন না হলে রক্ত দেয়া বারণ। জ্বর হলে রক্ত দেওয়া যাবে না।
রক্ত দান করার আগের ২৪ ঘণ্টায় মদ্যপান করা চলবে না। রক্তদান করার দুই ঘণ্টা আগে ধূমপানও করা চলবে না।
হেপাটাইটিস বি, রেবিজ টিকা নেয়ার পর ছয় মাস রক্তদান করা উচিত নয়।
অন্তঃসত্ত্বা বা সদ্য মা হয়েছেন এমন কোনও নারী রক্তদান করতে পারেন না। এছাড়া, গর্ভপাত হওয়ার ছয় মাসের মধ্যে রক্তদান করা যায় না।