04 January 2025

BY- Aajtak Bangla

'থিন' vs 'ডটেড', কোন ধরনের কন্ডোমে পুরুষদের মেলে অসহ্য সুখ? 

বাজার চলতি প্রায় ১৪-১৫ রকম কন্ডোম রয়েছে। এক একটি কন্ডোমের বিশেষত্ব আলাদা।আলুর দম কার না প্রিয়! কড়াইশুঁটির কচুরি খেলে অল্পতে স্বাদ মেটে না। 

বাজারে সবথেকে বেশি প্রচলন রয়েছে, থিন, আল্ট্রা থিন ও ডটেড কন্ডোমের।

এছাড়া, ফ্লেভারড, নন ফ্লেভারড, ইন্টার্নাল কন্ডোম ইত্যাদিও রয়েছে।

বাজার ভর্তি কন্ডোম, কিন্তু তার মধ্যে কোনগুলিতে সুখ মেলে সবেচেয়ে বেশি, তা চিন্তার বিষয়৷ তাই জেনে নিন, কোন কন্ডোমে পাবেন সুখ।

কন্ডোম যেমনই হোক না কেন, আপনার তৃপ্তি কীসে তা না জানলে চরম সুখে পৌঁছতে পারবেন না।

বিশেষজ্ঞদের মতে নারী, পুরুষ উভয়ের ক্ষেত্রেই তৃপ্তি দিতে সাহায্য করে ডটেড কন্ডোম, তবে থিন বা আল্ট্রা থিনের মতো নয়৷

রিবড কন্ডোমে যৌনতায় মহিলারা চূড়ান্ত মুহূর্তে দ্রুত পৌঁছে যেতে পারেন৷

থিন অথবা আল্ট্রা থিন কন্ডোম জনপ্রিয় কন্ডোমগুলির মধ্যে একটি৷ অনেকে এটিকে তালিকার শীর্ষে রাখেন৷ রিবড বা ডটেড কন্ডোম মহিলাদের চরম সুখ দিতে পারে। আবার পুরুষদেরও সমান ভাবে সুখ দেয়৷

তবে আপনার বা আপনার সঙ্গীর কোনটা পছন্দ সেটা বুঝতে হলে সব ধরনের কন্ডোম ব্যবহার করে দেখুন৷ দু'জনের যে ধরনের কন্ডোমে শান্তি পাবেন, তাদের সেটিই ব্যবহার করা উচিত৷