15 Jan, 2025

BY- Aajtak Bangla

v

 বেশি থাকলেও কাউকে দান করতে নেই এই ৩ জিনিস, কাঙাল হবেন  

বাড়িতে অনেক পুরোনো জিনিস থাকে, যেগুলো আমরা কাউকে দিয়ে দিই। 

তবে সব জিনিস কখনও দান করা উচিত নয়। এতে পরিবারের অমঙ্গল হয়। 

এমন ৫ জিনিসের কথা আজ জানাব যেগুলো বাড়ি থেকে বের করলে নিজেরই অকল্যাণ হয়ে থাকে। 

এই জিনিসগুলোর মধ্যে প্রথমেই আছে স্টেইনলেস স্টিলের বাসন। বাসন দান করলে বাড়িতে অশান্তি হয়। 

ক্যাকটাস জাতীয় গাছ কোনও সময় বাড়ি থেকে বের করা উচিত নয়। তাতে সংসারের আর্থিক ক্ষতি হয়। 

বই দান করা ভালো। তবে কাটা, ছেঁড়া বই কোনও সময় কাউকে দেওয়া উচিত নয়। 

কাঁচি বা ছুঁচও বাড়ি থেকে দূর করবেন না। যতই পুরোনো হোক না কেন তা বাড়িতেই কোনও নিরাপদ জায়গাতে রেখে দিন।

কোনসময় ঝাঁটা বা ঘর ঝাড়ার কোনও জিনিস দান করবেন না। তাহলে দেনা হয়