28 March, 2024

BY- Aajtak Bangla

বাড়বে গরম, এসি কেনার আগে কী কী দেখে নেবেন? 

গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে এসি কেনা খুবই জরুরী। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এই বছরে গরম অনেকটা বাড়তে পারে।

ফলে এসি কেনার হিড়িক অনেকটাই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এসি কেনার আগে কী কী দেখতে হবে?

ঘরের আয়তন কতটা তা আগে দেখতে হবে। সেই অনুযায়ী ঠিক করতে হবে কত টনের এসি কিনবেন।

১৩০ বর্গফুটের ছোট ঘরের জন্য ১ টন AC যথেষ্ট। ১৮৫ বর্গফুট বা তার থেকে আর একটু ছোট ঘরের জন্য আপনার প্রয়োজন হবে একটি ১.৫ টন এসি।

কত স্টার রেটিং-এর এসি কিনছেন তা দেখতে হবে। কারণ এসির ক্ষেত্রে বিদ্যুৎ অপচয় অনেক বেশি হয়।

স্প্লিট না উইন্ডো এসি কিনবেন সে দিকেও নজর রাখতে হবে। উইন্ডো এসি-র দাম তুলনামূলক কম হয়। এছাড়া তা ইন্সটলও করা সহজ।

এসি-র ব্লোয়ার ফ্যান কত বড় সেটাও দেখতে হবে। ফ্যান যত বড় হবে ঘর তত দ্রুতই ঠাণ্ডা হবে।

এসি-র গুরুত্বপূর্ণ বিষয় হল তার স্পিড। এসিতে থার্মোস্ট্যাট এবং একাধিক ফ্যান থাকে, সেখানে বিভিন্ন ফ্যান স্পিড ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।

কোম্পানির অথরাইজড মেকানিককে দিয়ে এসি ইন্সটল করান। কোম্পানির সার্ভিস কেমন, তাও জানা প্রয়োজন। পারলে বিভিন্ন ব্র্যান্ডের রিভিউ পড়ে নিন গুগল সার্চ করে।