2 June 2024

BY- Aajtak Bangla

সন্তানের সামনে মা-বাবাদের এই কথাগুলি বলতে নেই, টিপস বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের

বৃন্দাবনের বিখ্যাত বাবা প্রেমানন্দ মহারাজের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে তিনি শিশুদের সঙ্গে কীভাবে আচরণ করা উচিত।

প্রেমানন্দ মহারাজ বলেন, অর্থের অভাবে কোনও শিশু দরিদ্র হয় না। বরং যার চরিত্র আছে সে-ই প্রকৃত ধনী।

প্রেমানন্দ মহারাজ বলেছেন, চরিত্রহীন মানুষই সবচেয়ে দরিদ্র। চরিত্রহীন মানুষই সবচেয়ে গরিব। শিশুদের এমন চরিত্রবান করে গড়ে তুলতে হবে যাতে তারা প্রকৃত সম্পদের অধিকারী হন।

প্রেমানন্দ মহারাজ বলেন, 'আপনিই শিশুদের চরিত্রের নির্মাতা। তাদের কখনই বলা উচিত নয় যে তারা গরিব। শিশুদের গরিব বলে তাদের অপমান করা উচিত নয়।

প্রেমানন্দ মহারাজ বলেন, শিশুদের এমন চরিত্রে গড়ে তুলতে হবে যেন তারা ভবিষ্যতে জাতির সেবা করতে এগিয়ে আসে। সন্তানকে গরিব বললে তার মনোবল নষ্ট হয়।

কে কী হবে কেউ জানে না। বাচ্চাদের সামনে কখনই তাকে গরিব বলা উচিত নয়। এতে তার হৃদয়ে আঘাত লাগবে। শিশুরা আমাদের জাতির ভবিষ্যত।

প্রেমানন্দ মহারাজ বলেছেন, শিশুদের কখনই মনে করা উচিত নয় যে তারা দরিদ্র। 

লেখাপড়া করে ভাল চরিত্রবান মানুষ হতে অনুপ্রেরণা দিতে হবে।

তাই আপনার আর্থিক পরিস্থিতির বিষয়ে কখনই শিশুদের জানাবেন না।