BY- Aajtak Bangla
13 APRIL, 2024
ঘুম আমাদের জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। সারাদিনের ক্লান্তি , অবসাদ দূর করে ঘুম।
বাস্তুশাস্ত্রে এমন কয়েকটি জিনিস রয়েছে যা খাট বা বিছানার তলায় রেখে ঘুমানো একেবারেই উচিত নয়।
বিছানা বা খাটের তলায় কিছু জিনিস রাখলে সেগুলি আপনার ঘরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জানুন কী কী...
যে কোনও ইলেকট্রনিক জিনিস মাথার নীচে নিয়ে শোওয়া একেবারেই উচিত নয়। এতে মনের উপর প্রভাব ফেলে ও ঘুমের সমস্যা সৃষ্টি করে।
অনেকে তোষকের নীচে কাপড়ের ব্যাগ রাখে। বাস্তু মতে তা একেবারেই ঠিক নয়।
মরচে পড়া লোহা ও প্লাস্টিকের বস্তু কখনও মাথার তলায় নিয়ে ঘুমাবেন না। বিছানার নীচে এগুলি রাখলে বাস্তুর প্রবল সমস্যা দেখা দেয়।
বিছানার নীচে কখনই ঝাড়ু বা জুতো রাখবেন না। এতে বাস্তুদোষ দেখা দেয়।
অপরদিকে পালিশের নীচে একটা ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ।
এছাড়াও শুভ ফল পেতে, রাখতে পারেন একটি লোহার চাবি।
মুচমুচে ব্রেড পকোড়া তৈরি। পছন্দ মতো সসের সঙ্গে সাজিয়ে সার্ভ করুন।