BY- Aajtak Bangla
27 August, 2024
শিশুর ব্রেন ড্যামেজ হতে পারে এমন খাবার খাওয়াচ্ছেন না তো? আপনার অবশ্যই এগুলো জানা দরকার। না হলে আপনাপ শিশুর মস্তিষ্কের ক্ষতি হতে পারে।
প্রথমত, কখনও শিশুকে কখনও বেশি পরিমানে চিনি খাওয়াবেন না। চিনি খেলে তার ক্ষতি হতে পারে। মস্তিষ্কের বিকাশ আটকে যেতে পারে।
শিশুকে কখনও মোবাইল বা ল্যাপটপ দেবেন না। এতে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। বিকাশ থেমে যেতে পারে। বুদ্ধিমান হওয়া তো দূর অস্ত। হয়তো অনেক ছোটো ছোটো বিষয়ে সিদ্ধান্তও নিতে পারবে না।
অন্যদের সঙ্গে মেলামেশার সুযোগ না দিলে আপনার বাচ্চার মাথা কাজ করতে না পারে। তাকে খোলামনে মিশতে দিন সবার সঙ্গে। তবেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে।
অন্ধকারে কখনও শিশুকে রাখবেন না। তাহলে আপনার বাচ্চার জীবনের বড় ক্ষতি হতে পারে। অন্ধকারে থাকলে তার মধ্যে অজানা আশঙ্কা তৈরি হতে পারে।
কখনও বাচ্চাকে ভয় দেখাবেন না। ভূত-প্রেত-দৈত্য়-দানবের ভয় দেখালে আপনার বাচ্চার মারাত্মক ক্ষতি হবে।
আপনার বাচ্চা যদি পর্যপ্ত না ঘুমোয়, তাহলেও তার মস্তিষ্কের বিকাশ আটকে যেতে পারে। কখনও বাচ্চাকে ঘুম থেকে ওঠাবেন না।
আপনার সন্তানকে কখনও কটূ কথা বলবেন না। এতেও সে হিনমন্যতায় ভুগতে পারে। এমনকী তার মধ্যে ভয়-ভীতি জন্ম নিতে পারে।