24 february 2024

BY- Aajtak Bangla

৫ টাকার এই ওষুধেই কাজ, গোলাপ গাছে থোকায় থোকায় ফুল আসবে

গোলাপকে ভালোবাসার প্রতীক হিসাবে দেখা হয়, পৃথিবীর সব দেশেই। তবে খেয়াল রাখতে হয় গাছের দিকে, ফুল ফোটানোর জন্য লাগবে উপযুক্ত সার, ওষুধ।

কিন্তু বেশি খরচ না করে, মাত্র ৫ টাকার ওষুধেই খেলবে গোলাপ। 

শুধু জেনে নিন একবার কী এই ওষুধ, যা গোলাপকে ফুটিয়ে তোলে মনের মতো করে। 

এই ওষুধটির নাম হল DIY হ্যাক, দাম বেশি নয় একেবারেই, মাত্র ৫ টাকা।

বাজারের পেয়ে যাবেন এই বিশেষ ওষুধ, কিনে শুধু গাছে স্প্রে করে দিন। 

গাছের ওপর স্প্রে করেই হয়ে যাবে কাজ, গাছে ফুটবে অসাধারণ ফুল। 

এছাড়াও চক গুঁড়ো করে গাছের গোঁড়াতে দিলেই হবে, এতে গোলাপের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে।

এছাড়াও ব্যবহার করতে পারেন এন-পি-কে সার, এতে থাকা  নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম গোলাপের বৃদ্ধির জন্য খুব দরকারি। 

তাই বেশি দামি ওষুধ ব্যবহার করা ছাড়ুন আর মাত্র ৫ টাকা দিয়ে কিনে নিন এই ওষুধ, ফল পাবেন হাতেনাতে।