BY- Aajtak Bangla
10th March, 2025
আমরা যাদের সঙ্গে সময় কাটাই তারা আমাদের অনুভূতির ওপর সত্যিই প্রভাব ফেলতে পারে।
কিছু সম্পর্ক আমাদের খুশি করে এবং আমাদের এগিয়ে যেতে সাহায্য করে, আবার কিছু সম্পর্ক আমাদের চাপের কারণ হয় এবং অসুখী করে তোলে।
এমন অনেকেই রয়েছেন যারা আমাদের সামনে ভাল সাজলেও যখন খুশি পিঠে ছুরি মারতে পারেন।
এদের চিনবেন ৫ লক্ষণে। আসুন জেনে নিই সেইসব লক্ষণ।
মুখে আপনাকে নিজের বন্ধু বললেও পিছনে পিছনে আপনার খারাপ চায়, আপনাকে নিয়ে অন্যের কাছে নিন্দে করে। এরকম মানুষের থেকে নিজেকে দূরে রাখা ভাল।
সেই ব্যক্তি পাশে থাকলে আপনি সব সময় ক্লান্তবোধ করবেন। নেতিবাচকতা থাকবে চারদিকে। এরকম যদি কারোর থেকে অনুভূত হয় তাহলে তৎক্ষণাত জীবন থেকে সরিয়ে দিন।
কেউ যদি সব সময় আপনার খুঁত ধরার চেষ্টা করে, আপনার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করে, এমন লোক আপনার জন্য ক্ষতিকর।
আপনাকে নিয়ে সেই ব্যক্তির অভাব-অভিযোগ শেষই হয় না, এরকম লোকের থেকে সব সময় নিজেকে দূরে রাখুন। রেন।
সামনে আপনার ভাল চাইলেও আসলে আপনাকে হিংসে করছে সে, এই ব্যক্তিরা একেবারেই নেতিবাচক আপনাদের জন্য।