26 March, 2025
BY- Aajtak Bangla
সবার জীবনেই একটা ভাল বন্ধু থাকা খুবই দরকার। যার সঙ্গে মন খুলে সব সমস্যা আলোচনা করা যায়।
তবে এমন অনেক বন্ধুই আছে যাঁরা আপনার জীবনের জন্য একেবারে ঠিক নয়। কিন্তু এঁদের চিনতে পারা খুব কঠিন।
আসুন তাহলে চিনে নিন কারা আপনার খারাপ বন্ধু।
যে সব বন্ধু কথায় কথায় আপনার মানসিক শান্তি নষ্ট করছে, যাদের সঙ্গে কথা বলে আপনি ক্লান্তি বোধ করছেন, এখনই দূরে থাকুন তাদের থেকে।
এই বন্ধুটি সবসময়ই সেরা হতে চায়, বেশি কিছু করতে চায় এবং সাধারণত তার আশেপাশের সবাইকে ছাড়িয়ে যেতে চায়।
সুবিধাবাদী বন্ধুরা তখনই আশেপাশে থাকে যখন সবকিছু ঠিকঠাক চলছে—কিন্তু যখনই কোনো ঝড় আসে, তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না।
ক্রমাগত সমালোচক সেই বন্ধু, যে আপনার ভুল, অপূর্ণতা এবং দুর্বলতাগুলো দেখিয়ে আনন্দ পায় বলে মনে হয়।
বিশ্বাস যেকোনো সুস্থ সম্পর্কের ভিত্তি এবং যখন সেই বিশ্বাস বারবার লঙ্ঘন করা হয়, তখন তা ধ্বংসাত্মক হতে পারে।
সামনে মিষ্টি কথা বললেও আপনার পিছনে আপনার নিন্দে যারা করে, এমন মানুষের থেকে দূরে থাকুন।
আপনার কোনও ভাল দেখতে পারে না এই ধরনের বন্ধু। মনে মনে হিংসে করে। তাই এখনই এই বন্ধুদের ত্যাগ করুন।