3 March 2025

BY- Aajtak Bangla

ঘরে এই খাবারগুলো থাকলে সাপ ঢুকে বসে থাকে, জানুন 

সাপের আনাগোনা সারা বছর লেগেই থাকে। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর সাপ দেখা যায় এখন। 

সাপ যে শুধু জলে থাকে তা নয়, ডাঙাতেও থাকে। ঘরের ভিতরও সাপ ঢুকে বসে থাকে।  

বাড়ির আশপাশে আগাছা-বড় ঘাস থাকলে সাপের উপদ্রব সেই এলাকায় বেশি হয়। 

আবার খাবারের খোঁজেও সাপ চলে আসে। তখন বাড়িতে আশ্রয় নেয়। বেশ কয়েকটি জিনিস আছে যেগুলো বাড়িতে থাকলে সাপকে আকৃষ্ট করে। 

সব সাপই মাংসাশী। তাই বাড়িতে ইঁদুর, খরগোস বা কোনও পাখি থাকলে সেই বাড়িতে সাপের উপদ্রব বাড়ে। 

কোনও কোনও সাপ আবার ব্যাঙ, পোকামাকড় খায়। তাই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জল জমতে দেবেন না। স্যাঁতসেঁতে জায়গা থাকলে সেখানে ব্যাঙ থাকে। তখন সাপও সেখানে চলে যায়। 

আবার ডিম, মাছ, কেঁচোও খায় সাপ। সেকারণে বর্ষাকালে নিরাপদ থাকুন। কেঁচো, কেন্নোর মতো প্রাণী যাতে বাড়িতে না থাকে সেদিকে নজর দিন। 

সাপকে আকৃষ্ট করে গাছও। বাড়ির আশপাশে বড় বড় ঘাস থাকলে সাপের উপদ্রব বাড়ে। 

এছাড়াও পাইন, ফার, জুঁই, চন্দন গাছ থাকলে বাড়ির আশপাশে সাপ চলে আসে। এই গাছগুলো থাকলে সাবধান। 

লেবু গাছও সাপকে আকৃষ্ট করে। বিশেষ করে বাতাবি লেবুর গাছ। বেশ কিছু সাপ গাছে আশ্রয় নেয়। বাতাবি গাছেও অনেক সাপ আশ্রয় নিয়ে থাকে।