23 AUG, 2024

BY- Aajtak Bangla

কলকাতার এই গলিটার নাম 'কন্ডোম গলি', জানেন কি? 

কলকাতায় রয়েছে হাজারো গলি। প্রতিটি গলিই কিছু না কিছুর জন্য বিখ্যাত।

শহর কলকাতায় একটি গলি আছে, যার নাম কন্ডোম গলি। এই গলিতে একাধিক দোকান রয়েছে। যে দোকানগুলিতে কন্ডোম বিক্রি করা হয়।

প্রতিটি দোকানেই মিলবে হরেক রকমের কন্ডোম। জন্মনিয়ন্ত্রণে কন্ডোম অন্যতম প্রধান বিকল্প। একই সঙ্গে স্বাস্থ্যকর যৌনসঙ্গম অর্থাত্‍ যৌনরোগ ঠেকানোয় অব্যর্থ কন্ডোম।

কন্ডোম গলি রয়েছে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলারা কাছে মতি শীল স্ট্রিটে। রাস্তার শুরুতেই রয়েছে পরপর বেশ কয়েকটি দোকান। পোশাকি নাম 'ফ্যামিলি প্ল্যানিং স্টোর'।

আদতে এই দোকানগুলিতে বিক্রি হয় কন্ডোম। প্রতিটি দোকানের আলাদা আলাদা নাম হলেও মূলত বিক্রি হয় কন্ডোম।

একাধিক কন্ডোমের দোকান থাকার কারণেই এরকম নাম হয়েছে। খাতায় কলমে মতি শীল স্ট্রিট নাম হলেও কন্ডোম গলি বলেই পরিচিত এটি।

কয়েক বছর আগেও ওষুধের দোকানে বা অন্য দোকানে কন্ডোমের বিক্রি হত না। আজকাল তো আবার অনলাইনেই কন্ডোম কেনা যায়।

আগেকার দিনে কন্ডোমের ব্যবহার সম্পর্কেও ততটা সচেতনতা ছিল না বহু মানুষ। কন্ডোম যে কী বস্তু, সেটাই জানত না।

তবে, কিছু মানুষ কন্ডোম ও তার ব্যবহার সম্পর্কে জানতেন, কন্ডোমের খোঁজ করতেন। এই চাহিদা থেকেই মতি শীল স্ট্রিটে এই দোকানগুলি গড়ে ওঠে। সেই থেকেই এই গলির নাম হয়েছে কন্ডোম গলি।