BY- Aajtak Bangla
15 April 2025
আচার্য চাণক্যের কথা সবার জানা। তিনি একজন অর্থনীতিবিদ ঠিকই। সঙ্গে সমাজ সংস্কারকও।
সমাজ, পরিবার, জীবন দর্শন সব বিষয়েই তাঁর পাণ্ডিত্য প্রশ্নাতীত। তাঁর বাণী যুগ যুগ ধরে মেনে আসছে মানুষ।
চাণক্যের মতে, একজন মহিলার যদি এমন কিছু অভ্যাস থাকে তাহলে তাঁর স্বামীর জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
চাণক্যের মতে, কোনও কোনও মহিলা কথায় কথায় মিথ্যে বলেন। সেই সব স্বামীর জীবন কঠিন হয়ে পড়ে। ।
যদি কোনও মহিলার চরিত্র খারাপ হয় তাহলে স্বামীর জীবনে বিপদ নেমে আসে। . .
চাণক্যের মতে, যে সব মহিলারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না, তাঁদের বাড়িতে দুর্দশার শেষ থাকে না। তার কুপ্রভাব সংসারে পড়ে। . .
যে সব মহিলা ভাবনা চিন্তা না করে কোনও কাজ করে বসেন তারপর আপশোস করেন সেই পরিবারের উন্নতি হয় না। . .
যে সব মহিলারা নিজের স্বার্থের জন্য যে কোনও কাজ করতে পারেন, সেই স্বামীদের জীবনে অশান্তি চিরসাথী।
যে মহিলাদের নীতিবোধ নেই, হঠাৎ কোনও সিদ্ধান্ত নেন, তাঁদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চাণক্য।