2 Dec, 2024
BY- Aajtak Bangla
চাণক্যের মতে, কুকুরের ৫টি গুণ রপ্ত করতে হয় ছেলেদের। তাহলেই সাফল্য মেলে জীবনে।
চাণক্যের মতে, এই ৫ গুণ প্রতিটি পুরুষের থাকা উচিত। তাহলে স্ত্রীরা তৃপ্ত হয়। তাদের জীবন সন্তুষ্টিতে ভরে ওঠে।
কী কী সেই গুণ থাকা পুরুষদের প্রয়োজন, আসুন জেনে নিই। এই গুণগুলো থাকলে সংসারে শান্তি আসে।
চাণক্যের মতে, একজন স্ত্রী সব সময় স্বামীর কাছে নিরাপত্তা চায়। স্বামীর অন্য কারও সঙ্গে সম্পর্ক থাকুক এটা মেনে নিতে পারে না কেউ।
সেজন্য ছেলেদের সব সময় স্ত্রী-র প্রতি একনিষ্ট হওয়া প্রয়োজন। তাহলে সংসারের মঙ্গল হয়।
একজন কুকুর যেমন সব সময় সতর্ক ও সজাগ থাকে তেমনই একজন পুরুষেরও সতর্ক ও সজাগ থাকা প্রয়োজন।
সাফল্য পাওয়ার জন্য পরিশ্রমীও হওয়া প্রয়োজন ছেলেদের। কারণ পরিশ্রমের বিকল্প কিছু নেই।
কুকুরকে বাহাদুর প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। একজন ছেলেরও যে কোনও কাজ বাহাদুরির সঙ্গে করা উচিত।
চাণক্যের নীতি অনুসারে অল্পতেই সন্তুষ্ট থাকা হল সংসারে শান্তি বজায় রাখার অন্যতম গুণ। সেটাও থাকা দরকার একজন ছেলের।