29 AUGUST, 2024

BY- Aajtak Bangla

এই বয়স থেকে একা থাকতে চান সন্তানেরা, বাবা-মায়েরা না জানলেই বাড়বে দূরত্ব

সন্তানদের মন খুবই নরম। বাবা-মা কঠোর হলে এগুলি সন্তানের ওপর প্রভাব ফেলে। সন্তানের কাছে সবচেয়ে বড় উপহার তাদের বাবা-মায়েরা। তবে বড় হলে সন্তানের সঙ্গে বাবা-মায়ের সঙ্গে টান হারিয়ে যায়। 

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, বাবা-মায়ের শিশুদের বিরুদ্ধে অভিযোগ থাক, আবার শিশুরাও তাদের বাবা-মায়ের কিছু অভ্যাসের কারণে বিরক্ত হয়।

কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর বাবা-মায়ের সন্তানদের জীবনে হস্তক্ষেপ করা উচিত নয়। তাদের কাছে সন্তান  সবসময় ছোট থাকে, তাই তারা প্রাপ্ত বয়স্ক হলেও জীবনে হস্তক্ষেপ করে।

বাবা-মায়ের এই অভ্যাসগুলি ছেলেমেয়েদের বিরক্ত করে। ঠিকঠাক জামাকাপড় পরতে বলা, ফোনে বেশি কথা না বলা ইত্যাদি যত তাড়াতাড়ি সম্ভব ছেলেমেয়েদের বলা বন্ধ করা দরকার।

সন্তান ভাবে বাবা-মায়ের সঙ্গে থাকলে তারা স্বাধীনতা হারিয়ে ফেলে। কিশোর বয়সে ছেলেমেয়েরা তাদের ইচ্ছামতো জীবন যাপন করতে চায়। 

বাবা-মায়ের কোনো বিধিনিষেধ তাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার মতোই মনে হয়। স্বাধীনতার জন্যই অনেকে বাড়ি ছেড়ে অন্য শহরে গিয়ে বসবাস শুরু করে।

এই সময় তাদের শরীরে পরিবর্তন দেখা গেলেও মনে অশান্তি লেগেই থাকে। 

তাই কৈশোরে সন্তানকে মানুষ করা সবথেকে কছিন কাজ। তাদের স্বাধীনতা দিন। তবে ঠিক-ভুলের দিকেও নজর দিন। মাঝেমধ্যে বুক ফাটলেও মুখ যেন না ফোটে।