22 FEBRUARY 2025

BY- Aajtak Bangla

এই দেশে পাওয়া যায় বউ ভাড়া, কীভাবে পৌঁছবেন; কত টাকা?

গাড়ি, বাড়ি নয় এই দেশে ভাড়ায় পাওয়া যায় বউ। বিয়ের কোনও ঝামেলা নেই, সাতপাক নেই, তবুও পেয়ে যাবেন বউ।

কোথায় পাওয়া যায় বউ ভাড়া? কত ভাড়াটাকা দিতে হয়? কী করেন তাঁরা?

এই নিয়ে প্রশ্ন আসা স্বাভাবিক। তবে জেনে রাখুন।

ভারতের কাছেই এই দেশে ভাড়ায় ‘বউ’ পাওয়া যায়। এর নাম ‘রেন্টাল ওয়াইফ’ বা ‘ব্ল্যাক পার্ল’।

এখানে স্ত্রী ভাড়া করার খরচ তরুণীর সৌন্দর্য, শিক্ষা ও বয়সের উপর নির্ভর করে। 

এর সঙ্গে যুক্ত হয় ক’দিনের জন্য ভাড়ায় বউ নেওয়া হচ্ছে। 

১,৬০০ ডলার থেকে শুরু করে ১,১৬,০০০ ডলার পর্যন্ত ভাড়া করা যায় স্ত্রী।

বার এবং নাইটক্লাবগুলি থেকে বউ ভাড়া করা যায়। এমনকি পর্যটকদের মধ্যে ব্যাপক চাহিদা। মনের মিল হলে তাঁরা একসঙ্গে জীবন কাটিয়ে দেন।

থাইল্যান্ডে এই প্রথা ব্যাপক জনপ্রিয়। পর্যটকেরা ভাড়া করা বউদের ট্যুর গাইড হিসেবে নিতে পারেন, তাদের সঙ্গ পান এমনকি শারীরিক সম্পর্ক পর্যন্ত করেন। ক্লায়েন্টের সব রকম চাহিদা তাঁরা মেটান।