27 DRCEMBER, 2024
BY- Aajtak Bangla
কথায় আছে, মহিলাদের মন বোঝা বড় দায়। মহিলাদের কীভাবে খুশি করতে হয় অনেক পুরুষই তা বুঝতে পারেন না।
তাঁরা কোন সময়ে ব়োম্যান্টিক হন তা বুঝতে হলে কিছু জিনিস জেনে রাখা জরুরি।
একটি গবেষণায় দেখা গেছে শুধু পুরুষদের নয়, মহিলাদের মন গলাতে খুশি করতে হয় উদরকে।
তাদের পছন্দের খাবার খাওয়ালে মহিলারা বেশি রোম্যান্টিক হয়ে ওঠেন।
পেট ভরে পছন্দের জায়গায় খেলে মহিলাদের তাদের পার্টনারের প্রতি ভালোবাসা বাড়ে।
পেট ও মন ভরলে তারা তাঁদের সঙ্গীকে ভালবাসায় ভরিয়ে দেন।
শুধু তাই নয়, এতে প্রেম-ভালবাসা-যৌনতার অনুভূতি সবেতেই মহিলাদের মস্তিষ্ক বেশি সক্রিয় হয়ে ওঠে।
যে মহিলা খাবার খেয়ে যত তৃপ্তি পান তাঁর পার্টনারের প্রতি ভালোবাসা তত বাড়ে।
এতে মহিলাদের মস্তিষ্ক বেশি মাত্রায় ইমোশনাল ও রোম্যান্টিক সিগন্যাল গ্রহণ করে। তাই তাঁদেরকে ভালো রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে যান।