15 APRIL 2025
BY- Aajtak Bangla
বহু মানুষের ফ্রিজ গরমে বার্স্ট করে। এর একমাত্র কারণ কম্প্রেশার।
গরমে ফ্রিজ ছাড়া চলে না। ঠান্ডা জল, গরমে খাবার নষ্ট হওয়া থেকে বাঁচাতে ফ্রিজ অপরিহার্য হয়ে পড়ে।
তাই যদি সঠিকভাবে ফ্রিজের যত্ন না নেওয়া হয়, তাহলে এটি মারাত্মক হতে পারে। এমনকী কম্প্রেসার ফেটে মৃত্যু পর্যন্ত হতে পারে।
কম্প্রেসার কেন ফেটে যায়? রেফ্রিজারেটরের কম্প্রেসার হল ফ্রিজের হৃদপিণ্ড। এটিই ফ্রিজকে ঠান্ডা রাখে। তবে কিছু ভুল হলে, অতিরিক্ত গরম হয়ে ফেটে যায়। যার ফলে গোটা বাড়িতে আগুন লাগতে পারে।
ফ্রিজে যদি গ্যাস লিক হয় এবং কম্প্রেসার গরম হয়ে যায়, তাহলে আগুন লেগে ফাটতে পারে।
ফ্রিজ দেওয়ালের কাছে রাখলে অথবা বাতাস নিষ্কাশন না করলে কম্প্রেসার অতিরিক্ত গরম হয়ে যায়।
ভোল্টেজের ওঠানামা বা শর্ট সার্কিট কম্প্রেসারের ক্ষতি করতে পারে। পুরনো ফ্রিজের যন্ত্রাংশ খারাপ থাকলেও বিস্ফোরণের ঝুঁকি বেড়ে যায়।
ফ্রিজ সবসময় দেওয়াল কমপক্ষে ৬ ইঞ্চি জায়গা ছেড়ে রাখুন। যাতে বাতাসে ঠিকভাবে চলাচল করতে পারে। যদি ফ্রিজ ঠান্ডা হওয়া কমে যায় তাহলে অবিলম্বে টেকনিশিয়ানকে দেখান। এই সময়ে ফ্রিজ বন্ধ রাখাই ভালো।
ভোল্টেজ ওঠানামা থেকে কম্প্রেসারকে রক্ষা করুন, এর জন্য স্টেবিলাইজার কিনুন। ফ্রিজ মাঝেমধ্যে সার্ভিসিং করান।