24 SEPTEMBER 2024

BY- Aajtak Bangla

এই পাতা ঘষে ১ ঘণ্টায় কালো করুন সাদা চুল, পুজোয় পার্লারের খরচা বাঁচবে

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলে ধীরে ধীরে পাক ধরে। আজকাল বয়স হওয়ারও অপেক্ষা করে না।  

আজকাল ৩০ বছর পেরোতে না পেরোতেই মাথা ভর্তি পাকা চুল দেখা যায়। 

তাই সাদা চুল রং করে কালো করতে হয়। কিন্তু এই রং ত্বক এবং চুলের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়।

বরঞ্চ পাক ধরা চুল ঢাকতে এই পাতা ম্যাজিকের মতো কাজ করে।

মেহেন্দি পাতার জুরি মেলা ভার। এর প্রাকৃতিক উপাদান পাকা চুল আটকে দেবে। 

মেহেন্দি পাতায় আছে অকালপক্কতা রোধের ক্ষমতা। কীভাবে ব্যবহার?

চুলের ফলিকলে এক ধরনের পিগমেন্ট কোষ থাকে। এর থেকে মেলানিন উৎপাদন হয়, যা চুলের প্রাকৃতিক রং ধরে রাখে। তবে বয়স বাড়লে এই পিগমেন্ট কোষগুলি নষ্ট হয়ে যায়। ফলে চুলে পাক ধরে।

তাই সপ্তাহে একবার করে ব্যবহার করুন মেহেন্দি পাতা। কীভাবে? রইল সহজ উপায়।

এক মুঠো মেহন্দি পাতায় সামান্য জল মিশিয়ে ভালো করে বেটে নিন। তারপর পরিমাণ মতো টকদই, অ্যালোভেরা জেল দিয়ে চুলে লাগিয়ে নিন। তারপর ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। এতেই খেলা ঘুরে যাবে।