07 DECEMBER, 2024

BY- Aajtak Bangla

শরীরের এই অঙ্গ সবচেয়ে নোংরা-দুর্গন্ধময়, সাবান-পারফিউমেও গন্ধ দূর হয় না

প্রতিদিন সাবান ডলে স্নান তো করছেন, তবে একটা অঙ্গ সাফ করেন না তো?

স্নানের সময় গোটা শরীরে সাবান লাগিয়ে স্নান করতে হয়, শুধু তাই নয়, গোপনাঙ্গও সাবান-জলে পরিষ্কার রাখা জরুরি।

কিন্তু এমন একটি অঙ্গ যা সকলেই রোজ পরিষ্কার করতে ভুলে যায়, বা এড়িয়ে যায়।

এই অঙ্গ শরীরের সবথেকে নোংরা বহন করে। মাসের পর মাস ময়লা থাকে ও তার থেকে গন্ধ ছড়ায়, তা হল নাভি।

কোনও সাবান বা শ্যাম্পুতে নাভি পরিষ্কার হয় না।

এই অংশেই থাকে কোটি-কোটি ব্যাকটেরিয়া।

সকলেরই নাভির কুণ্ডলীর ভিতরে ময়লা জমে থাকে। এটি পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া জমে রোগ ছড়াতে পারে।

যদি কখন-ও নাভিতে চুলকানি হয়, নাভি লাল হয়ে যায়, ব্যথা হয়, দুর্গন্ধ হয়, সাবধান হন। 

আর সপ্তাহে অন্তত একবার নাভি তেল দিয়ে পরিষ্কার করুন। এতে সুস্বাস্থ্য বজায় থাকবে।