19 August, 2024
BY- Aajtak Bangla
ব্যবসা, চাকরি, লেখাপড়া, ব্যক্তিগত জীবন সবক্ষেত্রেই উন্নতি চান সবাই। তবে সবাই উন্নতি করতে পারেন না।
সেই সব ব্যক্তিরা কোনওদিন উন্নতি করতে পারেন না যারা ব্যবসায় ইনভেস্ট করতে ভয় পান।
আয় ও ব্যয়ের খরচ করতে যারা চান না বা পারেন না তাদের জীবনে উন্নতি অসম্ভব।
যে ছেলে বা মেয়ে তার মা-বাবার সঙ্গে খারাপ আচরণ করে সেও জীবনে এগোতে পারে না।
যে অন্যকে জ্ঞান দেয় বেশি অথচ নিজে কোনও সময় তা পালন করে না তার পক্ষেও উন্নতি করা সম্ভব নয়।
রাগ কমবেশি সবাই করে থাকে। রাগের প্রতি যার কোনও নিয়ন্ত্রণ নেই তাদের জীবনে সুখ আসে না।
অন্যের উপর ভরসা করা ছাড়া যাদের উপায় থাকে না, তাদের পক্ষে নতুন কিছু করা অসম্ভব।
যে সব সময় অন্যের উপকার করে, নিজের স্বার্থের কথা ভাবে না, সেও উন্নতি করতে পারে না।