ভাত-ডালের সঙ্গে এই সাধারণ ভাজাভুজি সেরা, ট্রাই করতে পারেন

19 MARCH 2025

BY- Aajtak Bangla

বাঙালি কমফোর্ট খাবার বলতে ডাল-ভাতই সবথেকে সেরা। মুসুর হোক বা মুগ ডাল গরম ভাতে দারুণ জমে।

কমফোর্ট খাবার

ভাত ও ডাল একসঙ্গে খেলে তা পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

ভাত-ডালের উপকারিতা

এতে প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ পাওয়া যায়, যা হজমশক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি কমায়।

কী কী রয়েছে

তবে শুধু মুখে ভাত-ডাল একেবারেই মুখে রুচবে না। তাই পাতে এই ভাজা থাকলে খাওয়া জমে যাবে। আসুন জেনে নিন কী কী খেতে পারেন।

ভাত-ডালের পাতে কী খাবেন

ভাত-ডালের পুরনো বন্ধু আলু ভাজা। সেটা ঝুরো হোক বা মোটা অথবা গোল গোল করে আলু ভাজা। এটা থাকলে বাকি সব ফেল।

আলু ভাজা

ভাত-ডালের সঙ্গে ডিম ভাজা সেরা খাবার। অল্প পেঁয়াজ-লঙ্কা দিয়ে ডিম ফেটিয়ে পাতলা ডিমের অমলেট, উফফ কী স্বাদ।

ডিম ভাজা

নিরামিষ দিনে ভাত-ডালের সঙ্গে বেগুন ভাজাও দারুণ লাগে অথবা বেসনে চুবিয়ে বেগুনি।

বেগুন ভাজা

বাড়িতে কিছু না থাকলে পাঁপড় ভাজা বা সেঁকা পাঁপড় দিয়েই ডাল-ভাত খেতে মন্দ লাগে না।

পাঁপড়

আলু মাখা, আলু চোখা ভাত-ডালের পাতে দারুণ। পুরো একথালা ভাত উঠে যাবে। 

আলু মাখা