BY- Aajtak Bangla
10th July, 2024
গোটা বছর জুড়েই সর্দির সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাবেন না।
আর এখন বর্ষার সময় তো সর্দি-কাশি ঘরে ঘরে।
ওষুধপত্র সব খাওয়ার পরও নাক থেকে জল পড়া কিছুতেই কমে না।
তবে সর্দি হলে অনেক সময়ই মা-ঠাকুরমাদের পুরনো নুসকা কাজে লাগে।
কিন্তু এখন কর্মব্যস্ততাময় জীবনে আর সেই ঘরোয়া টোটকা কাজে লাগানো হয় না।
আর যে কারণে গাদা গাদা ওষুধ খেতে হয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না।
মা-ঠাকুরমাদের সেই ঘরোয়া টোটকার মধ্যে অন্যতম হল কালোজিরের টোটকা।
একেবারে সহজ এই ঘরোয়া দাওয়াই। খুব একটা মেহনতও করতে লাগে না।
একটা পরিষ্কার রুমাল নিন। তার একটা কোণায় বেশ কিছুটা কালোজিরে নিয়ে সেটা পুঁটলি মতন করে বেঁধে নিন।
এবার ওই পুঁটলিটা হাতের তালুতে ঘষে গরম করে নিয়ে নাক দিয়ে শুঁকে নিন। কালোজিরের ঝাঁঝেই সর্দি পালাবে।
দু-একদিন করলেই নাক থেকে জল পড়া কমবে আর সর্দি থেকেও আরাম পাবেন।