BY- Aajtak Bangla
20 Mar 2025
প্রত্যেকটা সকাল মানে নতুন এক শুরু। সবাই চান দিন ভালো কাটুক। সাফল্য আসুক, আনন্দে কাটুক।
তবে সব সময় তা হয় না। তার কারণ শুধু যে আপনার কাজ তা নয়। এমন কিছু বিষয় আছে যেগুলো আপনি মেনে না চললে আপনার জন্য সর্বনাশ অপেক্ষা করছে।
ঘুম থেকে উঠে বেশিরভাগ মানুষের অভ্যাস আয়না দেখা। কখনও ঘুম থেকে উঠে আয়না দেখবেন না। ঘুম ভেঙে উঠে আয়নার দিকে তাকালে মনে ইগোর প্রভাব বাড়ে। নষ্ট হয়ে মানসিক শান্তি।
সকালে বিছানা ছেড়েই আয়না দেখলে নানা জটিলতা বাড়ে। জীবনে সমস্যা দেখা যায়।
আর্থিক ক্ষেত্রে ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়ে। শুধু তাই নয়, আপনার কোনও কাজে সফল হওয়ার আশা থাকলে তাও বিগড়ে যায়।
এছাড়াও ঘুম থেকে উঠে কখনও রান্নাঘরে যাবেন না। রান্নাঘরে এঁটো বাসন দেখা অশুভ।
বাস্তুমতে সকালে উঠে তেল দেখা উচিত নয়। এমনকি সূঁচ, কাঁচি, ছুরি এসব জিনিস দেখবেন না এতে সারাটাদিন কষ্টের মধ্যে কাটে।
বরং ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দেখুন। বেশ কিছুক্ষণ তালুর দিকে চেয়ে থাকুন। তাহলে দিন ভালো কাটবে।