BY- Aajtak Bangla
19 May 2025
কথায় আছে মা ভালো হলে সন্তানও ভালো হয়। কথাটা আক্ষরিক অর্থেই সত্যি।
একজন ভালো মায়ের কী কী বৈশিষ্ট্য থাকে? আসুন জেনে নিই।
একজন ভালো মা সন্তানের সামনে কখনও মিথ্যা কথা বলেন না।
মায়ের কখনও সন্তানকে সব বিষয়ে ছাড় দেওয়া উচিত নয়। তার অন্যায় বায়নাকে প্রশ্রয় দেন না।
নিজের স্বার্থসিদ্ধির জন্য একজন মা কখনও এমন কিছুর আশ্রয় নেন না যা অনৈতিক। .
একজন প্রকৃত মা সব সময় পরিশ্রমী হয়ে থাকেন। তবেই তাঁর সন্তানও পরিশ্রমের শিক্ষা পেয়ে থাকে। . .
সন্তানকে কোনও সময় অন্য কারও বিরুদ্ধে করার চেষ্টা করে না মা। চেষ্টা করেন সবার সঙ্গে মিলেমিশে থাকতে। . .
সন্তান ভালো কাজ করলে একজন মা উৎসাহ দেন। খারাপ করলে চুপ করে থাকেন না বরং তাকে শাসন করেন।
একজন মা সব সময় ধৈর্যবান হয়ে থাকেন। তিনি কখনও সামান্য ব্যাপারে বিচলিত হন না। বরং ধৈর্য-সহকারে গোটা বিষয় পর্যবেক্ষণ করেন।