28 JANUARY 2025

BY- Aajtak Bangla

মহিলাদের দিনের এই সময়ে তুঙ্গে থাকে রোমান্টিসিজম, পুরুষেরা কাছে যাওয়ার আগে জানুন

বেশিরভাগ পুরুষেরা বুঝেই পান না মহিলাদের কীকরে খুশি রাখতে হয়।

কারণ, পুরুষেরা যে সময় রোমান্টিক হন, মহিলারা সেসময় হন না।

একটি গবেষণা বলছে শুধু পুরুষদের নয়, মহিলাদের খুশি করতে সবার আগে তাদের পেটকে খুশি করতে হয়। 

মহিলাদের পছন্দের খাবার খাওয়ালে তারা বেশি রোম্যান্টিক হয়ে ওঠেন। নিজেদের লাকি মনে করেন।

মহিলারা তাদের পছন্দের জায়গায় খেলে পার্টনারের প্রতি ভালোবাসা বেড়ে যায়।

পেট ভরলে, তাদের মন ভরে। এতে তারা সঙ্গীকে শ্রদ্ধাও বেশি করেন। তাদের বেশি করে কাছে চান।

মহিলাদের পছন্দের জায়গায় খাওয়ালে, প্রেম-ভালবাসা-যৌনতার অনুভূত বেশি সক্রিয় হয়।

যে মহিলাকে খাবার খাইয়ে তৃপ্তি দিতে পারবেন সেই কাপল বেশি খুশি।

তাই  মেয়েদের মন পেতে হলে, রোমান্টিসিজম চাইলে ভালো রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে যান।