BY- Aajtak Bangla

যেসব চেনা গাছ বাড়িতে সাপ টেনে আনে, আপনার বাড়িতে আছে?

10th September,  2024

বাড়ির উঠোন কিংবা বারান্দায় রঙিন, সুগন্ধি ফুলের গাছ লাগাতে পছন্দ করেন অনেকেই।

বাড়ির শোভা বাড়াতে ফুল গাছের জুড়ি নেই। কিন্তু শক্তিশালী সুগন্ধযুক্ত কিছু গাছের কারণে বাড়িতে সাপের আগমন হতে পারে।

জানেন কি, এই গাছগুলো কী কী? জেনে নিন এখনই।

সাপ চন্দন গাছের চারপাশে কুণ্ডলী পাকিয়ে থাকে। অনেকেই বাড়ির কাছে চন্দন গাছ লাগায়। যা সাপের আবাসস্থল হতে পারে।

তাছাড়া লেবু গাছ, জুঁই গাছ সাপকে চুম্বকের মতো আকৃষ্ট করতে পারে। তাই এইসব গাছ বাড়িতে না রাখাই ভাল।

লম্বা ঘাস, জেসমিন, সাইপ্রেসের মতো গাছে সাপকে লুকিয়ে থাকতে দেখা যায়। তাই বাড়ির চারপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।

জেসমিন ভাইন পরিবারের গাছপালাগুলোর কাছে সাপের বাসস্থান হতে পারে।  কারণ জেসমিন গাছটি খুব ঘন। সাপ তার রঙে নিজেকে ঢেকে রাখতে পারে সহজেই।

জুঁই গাছের ঝোঁপে নিজেকে লুকিয়ে রাখে সাপ। সেখানে লুকিয়ে থেকেই নিজের শিকার ধরে। তাই বাড়িতে জুঁই গাছ লাগানো নিরাপদ নাও হতে পারে।

অনেকেই উঠানে দেবদারু গাছ লাগায়। চন্দন গাছের মতোই সাপ দেবদারু গাছে কুণ্ডলী পাকিয়ে থাকতে ভালবাসে। তাই বাড়ির কাছে দেবদারু গাছ লাগাবেন না।