23 July, 2024
BY- Aajtak Bangla
কথায় আছে হাতের পাঁচটা আঙুল সমান নয়। আবার এক একজনের আঙুলের গঠনও এক এক রকম হয়।
জ্যোতিষমতে, বুড়ো আঙুল যদি পিছনে দিকে হেলে যায় তাহলে সেই ব্যক্তির অর্থভাগ্য ভালো।
যাদের বুড়ো আঙুল পিছনের দিকে হেলে যায় বা আঙুল দিয়ে চাপ দিলে বুড়ো আঙুলের মাথা পিছনে বাঁকা হয় তাহলে সেই সব ব্যক্তি খুব সহনশীল হয়।
এই ব্যক্তিরা যে কোনও পরিবেশে মানিয়ে নিতে পারেন। এদের অর্থভাগ্যও চকচকে হয়য
আবার যে সব ব্যক্তির বুড়ো আঙুল স্ট্রেট হয় তাদের মানসিকতা খুব দৃঢ়। তারা কখনও নিজের অবস্থান থেকে সরে আসে না।
ফলে এই ধরনের মানুষদের অর্থভাগ্য একসময় ভালো হলেও পরে পতন হয়।
এমন অনেকে থাকে, যাদের বুড়ো আঙুলের উপরের দিকটা অনেক মোটা হয়। তুলনায় নিচের অংশ সরু হয়।
এই ব্যক্তিরা অল্পতেই মাথা গরম করে ফেলে। তাদের জেদ বেশি হয়। তারা উন্নতি করতে পারে না।