11 June, 2024

BY- Aajtak Bangla

ঘরের এই দেওয়ালে ভুলেও এসি লাগাবেন না, তাহলেই সর্বনাশ

এত গরমে এসি ছাড়া থাকা কার্যত মুশকিল। সকাল ১০ টার পর থেকে সন্ধে ৬ টা পর্যন্ত এসি তো না চালালেই নয়। 

তবে এসি চালিয়েও যে ঘর সব সময় ঠান্ডা হচ্ছে, তাও কিন্তু নয়। এর বিজ্ঞানসম্মত কারণও আছে।

এসি কোন দেওয়ালে লাগিয়েছেন তার উপর নির্ভর করে আপনার ঘরে এসি কতটা ভালো কাজ করবে।

সেজন্য এসি ইনস্টল করার আগে বিবেচনা করা দরকার। সেজন্য যে ইনস্টল করবে তার পরামর্শ নিন।

ঘরের যে দেওয়ালে সারাদিন রোদ এসে পড়ে, দেওয়াল গরম হয়ে যায় সেই দেওয়ালে কখনও এসি লাগানো উচিত নয়। 

যে দেওয়ালে রোদ এসে পড়ে সেখানে এসি লাগালে ঘর ঠান্ডা হতে সমস্যা হয়। অনেক সময় নেয়। 

একইভাবে এসির যে আউটডোর ইউনিট রয়েছে তা সব সময় ছাদের এমন জায়গাতে রাখার চেষ্টা করুন যেখানে রোদ্র তুলনামূলকভাবে কম পড়ে। 

ঘরের সঠিক জায়গাতে এসি লাগালে ঘর দ্রুত ঠান্ডা হবে। এসির উপর চাপও কম পড়বে। এতে যন্ত্র ভালো থাকবে আবার বিদ্যুতের খরচও কমে যাবে।