21 FEBRUARY,2025

BY- Aajtak Bangla

দোলে ৩ দিন ছুটি, সস্তায় ঘুরে আসুন ৩ জায়গা

১৪ মার্চ শুক্রবার। সেদিনই দোল উৎসবে মাতবে গোটা দেশ। একটু বুদ্ধি করে সোমবার ছুটি নিতে পারলেই লম্বা উইকএন্ড।

তিন দিনের ছুটি এমনিতেই রয়েছে। আর একদিন ছুটি নিলে দোলের ছুটিতে ঘুরে আসতে পারেন এই ৩ জায়গা থেকে।

সস্তায় ঘোরাও হবে, মঙ্গলবার অফিসে জয়েন করার পর মনটাও থাকবে ফুরফুরে।

দেশের সর্বত্র দোল বা হোলি উৎসব পালন করা হয়। কিন্তু বৃন্দাবনের মতো হোলি ভারতের আর কোথাও হয় না বলে মনে করেন অনেকেই।

রঙের উৎসব মেতে ওঠে গোটা বৃন্দাবন। দোলের সময় এখানে সকাল-বিকাল বলে কিছু নেই। সারাক্ষণ ধরেই রঙ নিয়ে খেলা চলে।

বাঙালির কাছে সিকিম যাওয়ার জন্য আলাদা কোনও মরসুমের দরকার পড়ে না। কিন্তু মার্চে সিকিম ঘুরে দেওয়ার মজাই আলাদা।

প্রথমত আবহাওয়া মনোরম থাকে। দ্বিতীয়ত, পাহাড় ভরে থাকে রঙিন রডোডেনড্রনে।

এই মরসুমে উত্তরাখণ্ড গেলেও রডোডেনড্রনের দেখা পাবেন।

তবে, গাড়োয়ালের আউলি হতে পারে মার্চ মাসে ঘুরে দেখার সেরা ঠিকানা।