30 JUNE, 2023
BY- Aajtak Bangla
বিয়ে বাড়ি বা কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে ত্বকে চটজলদি জেল্লা চান সকলেই। সবসময়, পার্লার বা স্যালনে যাওয়ার সময়ও পাওয়া যায় না।
তাই বাড়িতে মসেই বানিয়ে ফেলুন এই দারুণ ফেসপ্যাক। এতে মুখের জেল্লা যেমন ফিরবে, তেমনি উপকার হবে ত্বকের।
মুখে বা শরীরের নানা অংশে ত্বক ভালো রাখতে আমরা অনেক ধরনের প্রসাধনী ব্যবহার করেন সকলেই। তবে সবক্ষেত্রে তা যে কাজ দেয় তেমনটা নয়।
শসার প্যাক: ত্বকের আর্দ্রভাব ফেরাতে দারুণ সাহায্য করে শসা। কমে গেলে ত্বক জেল্লাহীন দেখায়। শসায় ৯৫ শতাংশই জল রয়েছে। ত্বককে আর্দ্র রাখতে ফেসপ্যাকে শশা ব্যবহার করতেই পারেন।
আধখানা শসা বেটে নিয়ে রস বার করে নিন। এ বার সেই রসে আধ চামচ চন্দনের গুঁড়ো মিশিয়ে নিন। এ বার মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।
পেঁপের প্যাক: পেঁপেতে থাকে প্যাপাইন নিষ্প্রাণ ও মলিন ভাব তাড়াতাড়ি দূর করে ত্বকের জেল্লা ফেরায়। আধ বাটি পেঁপে, ১/২ চামচ চন্দনের গুঁড়ো, সঙ্গে গোলাপ জল ও ১/২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান।
১৫-২০ মিনিট পরে শুকিয়ে গেলে মুখ জল দিয়ে ধুয়ে নিন।
বাদামের প্যাক: বাদামে থাকে ভিটামিন ই ও অন্যান্য উপাদান ত্বককে কোমল ও তরতাজা করে। ৭-৮টি কাঠবাদাম নিন। কিছু ক্ষণ গরম জলে তাভিজিয়ে রাখুন, এরপর খোসা ছাড়িয়ে বেটে নিন।
এ বার তার সঙ্গে সামান্য দুধ আর এক চামচ মধু মিশিয়ে এইমিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।