7 Jan, 2025
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
থাইরয়েডে অনেকে আক্রান্ত। কিন্তু টেস্ট করা হয় না বলে জানতে পারেন না।
থাইরয়েডের সমস্যা হলেই যে গলগণ্ড হবে বা গলার গ্ল্যান্ড ফুলবে তা কিন্তু নয়।
আরও কিছু সাধারণ লক্ষণ থাকে যেগুলো দেখেই বোঝা যায় থাইরয়েড রয়েছে বা হতে পারে।
যেমন, কোনও কারণ ছাড়াই ক্লান্তি বা অবসাদ শরীরে বাসা বাঁধলে থাইরয়েড চেক করান।
অনিয়ন্ত্রিত ওজন বাড়তে থাকলে, পেশিতে মাঝে মাঝে ব্যথা হলে থাইরয়েড হতে পারে।
কোষ্ঠকাঠিন্য়ও থাইরয়েড হওয়ার একটি অন্যতম লক্ষণ। জল খাওয়ার পরও কোষ্ঠকাঠিন্য় হলে ফেলে রাখবেন না।
মেয়েদের অনিয়মিত মাসিক, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ভুলে যাওয়ার সমস্যা যদি শুরু হয় তাহলে সতর্ক থাকুন।
থাইরয়েড হওয়ার আর একটা বড় লক্ষণ হল মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। যখন তখন রেগে যাওয়া, রাগ দেখানো এই রোগের লক্ষণ।
এই লক্ষণগুলো দেখা গেলে থাইরয়েডের টেস্ট করানো দরকার। ওজন বাড়লেই থাইরয়েড হয়েছে এই ধারণা মোটেও ঠিক নয়।