25 July, 2024
BY- Aajtak Bangla
ঘরে গাছ রাখলে সৌন্দর্য বাড়ায়। বাড়ে ইতিবাচক শক্তি। দূর হয় নেতিবাচক শক্তি। জীবনে আসে সুখ ও প্রশান্তি।
মানি প্ল্য়ান্ট এমন এক গাছ যা ধনসম্পদ বাড়ায়। বাস্তুশাস্ত্রে এই গাছকে শুভ বলে মনে করা হয়। বাড়িতে এই গাছ থাকে টাকাপয়সা।
বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্ট রাখার নির্দিষ্ট নিয়ম আছে। জাগ্রত হয় শুক্র গ্রহ। শুক্রের কৃপা অর্থসংকট হয় না।
মানি প্ল্যান্টে একটি নির্দিষ্ট রঙের সুতো বাঁধলে আসে সৌভাগ্য। জেনে নিন কীভাবে বাঁধবেন
শুভ দিক- মানি প্ল্যান্ট দক্ষিণ দিকে লাগান। কখনও উত্তর বা পূর্বে রাখবেন না।
কোথায় রাখবেন- মানি প্ল্যান্ট কখনও প্লাস্টিকের টব বা প্লাস্টিকের বোতলে রাখবেন না। সবুজ রঙের কাচের বোতলে বা মাটির টবে রাখুন মানি প্ল্যান্ট ।
মাটিতে স্পর্শ নয়- মানি প্ল্যান্ট প্ল্যান্ট মাটিতে ছড়িয়ে যেতে দেবেন না। উপরের দিকে রাখুন অভিমুখ। বড় লাঠির সঙ্গে বেঁধে দিন। লতা মাটিতে থাকলে কাঙাল হয়ে যাবেন।
শুক্রবার মানি প্ল্যান্টে কাঁচা দুধে জল মিশিয়ে ঢালুন। এতে মা লক্ষ্মী খুশি হন। ঘরে আসে অর্থ।
মানি প্ল্যান্টে লাল রঙের সুতো বেঁধে রাখলে উপকার মেলে। দশকর্মার দোকানে পাওয়া যায়। এই সুতোয় পুজোয় কাজে লাগে। সেটিই বেঁধে রাখুন।
মানি প্ল্যান্টে লাল সুতো বাঁধলে কর্মজীবনে দ্রুত অগ্রগতি করবেন। ধন-সম্পদ ও খ্যাতি বাড়বে। চাকরি-ব্যবসায় আসা বাধা দূর হয়।