BY- Aajtak Bangla
31 JULY 2024
টিফিন বক্স খুব কাজের জিনিস। তবে অনেক সময় এমনভাবে ঢাকনা আটকে যায়, খোলা খুব চাপের হয়।
বেশি সমস্যা হয়, বক্সটি স্টিলের হলে। কিছু ট্রিকস জানলে নিমেষের মধ্যে টিফিন বক্সের ঢাকনা খুলতে পারবেন।
গরম জল দিয়ে সহজে ঢাকনা খোলা যাবে। বেশি করে জল গরম করে সেটা অল্প ঠাণ্ডা করে, তারপর তাতে টিফিন বক্স রাখুন।
কিছুক্ষণ পরে, জল থেকে তুলুন। একটা কাপড় দিয়ে টিফিন বক্স জল মুছে, কাপড়টা মুড়ে ঢাকনার উপর কয়েকবার চাপ দিলেই খুলে যাবে।
বক্সের ঢাকনার গায়ে ব্ল্যাক টেপ দু'বার ঘুরিয়ে পেচিয়ে নিন। শেষের প্রান্তটা হাতে রাখুন।
এবার খুব সাবধানে জোরে ব্ল্যাক টেপের শেষ ভাগটা ধরে একটা হ্যাচকা টান দিলে খুলে যাবে।
খড়খড়ে কাপড় বা গামছা বক্সে জরিয়ে নিন ভাল করে। এরপর সেটা দিয়ে বক্সের ঢাকনা ঘোরাতে থাকুন। কাপড়ের সঙ্গে ঘর্ষণে, বক্সের ঢাকনা খুলে যাবে।
রাবার ব্যান্ড দিয়ে বক্সের ঢাকনা খুলে নিতে পারেন। এর জন্য কয়েকটা রাবার ব্যান্ড ঢাকনায় আগে আটকে নিন।
তারপর এটা ধরে খুব জোরে চাপ দিন। ঢাকনা খুলে হাতে চলে আসবে।