BY- Aajtak Bangla
24 July 2024
কথায় আছে, বাঙালি মানেই মাছে-ভাতে। তাই বাঙালির পাতে মাছ থাকেই।
বাজারে নানা রকমের মাছ পাওয়া যায়। প্রতিটি মাছের স্বাদ এবং পুষ্টিগুণ আলাদা হয়।
তবে বিশেষ কিছু মাছ রয়েছে, যা খেতে হয়তো ভাল। কিন্তু এই মাছ খেলে শরীরে ক্ষতি হতে পারে।
তেমনই একটি মাছ হল তেলাপিয়া। বিশেষজ্ঞদের মতে, তেলাপিয়া মাছ মোটেই স্বাস্থ্যকর নয়। .
বাঙালিদের অত্যন্ত প্রিয় মাছ তেলাপিয়া। তবে এই প্রিয় মাছই বিপদ ডেকে আনতে পারে। হতে পারে মারণরোগ।
বিশেষজ্ঞদের মতে, তেলাপিয়া মাছে ডিবুটাইলিন নামের এক প্রকার রাসায়নিক থাকে। যার কারণে হাঁপানি, অ্যালার্জির সমস্যা হতে পারে। ।
নিয়মিত তেলাপিয়া মাছ খেলে হার্টের সমস্যা বাড়ে। বাড়তে পারে রক্তচাপ।
তেলাপিয়া মাছ খেলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। হতে পারে ক্যান্সারও।